টানা 16 দিন ধরে জারি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন।। একটানা 16 দিন ধরে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবি মেটানো হচ্ছে না কেন দায়িত্বপ্রাপ্ত ভিসির কাছে জবাব চাইতেই আন্দোলন। তাদের প্রধান দাবির মধ্যে হচ্ছে, ছাত্র-ছাত্রীদের টাকায় কেন ইউনিভার্সিটি ৮০ লক্ষ টাকা আইনি খাতে খরচা করলো তার হিসাব চাওয়া হয়েছে। এবং বিভিন্ন বিভাগে ছাত্র-ছাত্রীদের ফিস বর্ধিতকরণ করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের যোগাযোগের বাস ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিভিন্ন কারণ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ এই আন্দোলন শুরু করেছিল। এবং সে আন্দোলন আই ১৬তম দিনে পা দিল। ছাত্রনেতা অভিনব মুখার্জি বলেন, দায়িত্বপ্রাপ্ত ভিসি সৎ সাহস থাকলে তিনি
ইউনিভার্সিটিতে এসে তার হিসাব দিতেন। কিন্তু তারা অন্যায় ভাবে ছাত্র-ছাত্রীদের টাকা বিভিন্ন খাতে খরচা করেছেন যেটা আইন বিরুদ্ধ। যতদিন না ছাত্রছাত্রীদের দাবি মেটানো হচ্ছে এই আন্দোলন চলবে।। কোর্টের অর্ডার অনুযায়ী, এই দায়িত্বপ্রাপ্ত ভিসির গাড়ি, বাংলো নেওয়ার কোন অধিকার নেই। তাও তিনি বেআইনিভাবে এগুলি ব্যবহার করছেন।