বারুইপুর, ১৯ আগস্ট: দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর রেলগেটের পাশে একটি রেস্টুরেন্টের রান্না ঘরে আগুন লাগে শনিবার ভোরে । স্থানীয় বাসিন্দা মনিকা ব্যানার্জি প্রাত ভ্রমণে বার হয়ে দেখেন ওই রেস্টুরেন্টের রান্নাঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি চিৎকার করলে প্রথমে রেস্টুরেন্টের কর্মচারীরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দমকল বিভাগে খবর দিতে কিছুক্ষণের মধ্যে দমকল কর্মীরা ছুটে আসেন ঘটনাস্থলে। দমকলের একটি ইঞ্জিন প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর আধিকারিক জালাল উদ্দিন মোল্লা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি ইঞ্জিন সহ দমকল কর্মীরা পৌঁছায়। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকান্ড বলে প্রাথমিক অনুমান। ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে। রেস্টুরেন্টের মালিক দীপঙ্কর পাল জানান, রেস্টুরেন্টের রান্না ঘরে রাখা ফ্রিজে শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি তিনশো লিটারের ফ্রিজ সহ রান্নাঘরের প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে।
previous post