31 C
Kolkata
August 1, 2025
সাহিত্য

কাঁদছে ওরা ২৬ হাজার

নিজস্ব চিত্র


শ্রী দিলীপ কুমার কীর্তনীয়া।
“”””””””””””
ছাব্বিশ হাজারেও ক্ষান্ত হয় নি,
মহারাজা, মহারাণী!
ক’লুপ এঁটেছে দাদা দিদি মুখে, –
ঘোমটা’তে অভিমানী!!
“””””””””””
নির্লজ্জ ক’ত হয়েছিস তোরা,
দু চোখ ঢাকা’ই রবে?
মানুষের অবয়বে, পশুর বাচ্চা,
মানুষ হবি রে কবে?
“”””””””””””
বিসর্জন দিয়েছিস লজ্জা আদি,
থুক্ তো, তোদের মুখে।
নর পিশাচ রুপি, জহ্লাদ হয়ে,
নেচে গেলি অর্থ সুখে!!
“”””””””””,
পাশে থাকবি বলে, আশ্বাস দিলি!
বুকে টেনে নি’ল যারা!
তাদের’ শেষ সম্বলহীন কান্না,
তোদের’ই ,করুক সর্বহারা।।
“”””””””””””
জন্ম তোদের দেয়নি মানুষে!
জন্ম তোদের দেয়’নি মানুষে,
তাই তো কুরুচিপূর্ণ ময়!
মানুষের মতো দেখতে হলেই,
বুঝি,সকলেই “মানুষ” হয়??

Related posts

Leave a Comment