হাওড়া: কলম্বোয় এশিয়া প্যাসিফিক আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় সোনা-রুপোর পদক পেলেন উদয়নারায়ণপুরের সুস্মিতা দেবনাথ। অভাবের সংসারে কন্যাশ্রীর টাকা আর স্পনসর সম্বল করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সুস্মিতা। ২১ থেকে ২৪ আগস্ট শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতার আসর বসে। এই প্রতিযোগিতায় ২৬টি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। সিনিয়র ‘এ’ বিভাগের ট্রাডিশনাল এবং আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সুস্মিতা। বৃহস্পতিবার প্রতিযোগিতায় নেমেই সাফল্য পান তিনি।
উল্লেখ্য, উদয়নারায়ণপুরের মাধবীলতা কলেজের ফিজিক্যাল এডুকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী সুস্মিতা। অবশেষে তাঁর মাথায় মুকুট ঝলমলে হল সোনা-রুপোর পদকে। বৃহস্পতিবার প্রতিযোগিতায় সিনিয়র ‘এ’ বিভাগে আর্টিস্টিক যোগাসনে সোনার পদক এবং ট্রাডিশনাল যোগাসনে রুপোর পদক লাভ করেন সুস্মিতা। শনিবার কলম্বো থেকে দেশে ফিরবেন সুস্মিতা।
প্রসঙ্গত, গত ২৫-২৭ জুন দুবাইয়ে তৃতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস কাপ প্রতিযোগিতায় ট্রাডিশনাল, রিদমিক এবং আর্টিস্টিক বিভাগে সোনার পদক জিতেছিলেন সুস্মিতা। পাশাপাশি ১৮ থেকে ২১ বছর বিভাগে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন বিভাগে অংশ নিয়ে ফার্স্ট রানার আপ হয়েছিলেন। জানা গিয়েছে, ২০৩৬ সালের ওলিম্পিকস গেমসে যুক্ত হবে যোগাসন। সেই প্রতিযোগিতায় অংশ গ্রহণের পাশাপাশি তাঁর ছাত্রছাত্রীদেরও অংশগ্রহণ করানোর পরিকল্পনা রয়েছে তাঁর।