April 16, 2025
কলকাতা

কলকাতা বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা ও সোনা সহ গ্রেপ্তার ১

সংবাদ কলকাতা, ৭ সেপ্টেম্বর: আজ, বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা ও সোনা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, আজ প্রায় দুপুর 2টো নাগাদ একজন যাত্রী কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্কক যাচ্ছিলেন। গোপন সূত্রের খবর পেয়ে শুল্ক দফতরের আধিকারিকরা তাঁকে আটক করে তল্লাশি চালান। তাঁর ব্যাগ থেকে বেশ কিছু পটল পাওয়া যায়। সেই পটলের ভিতর দেখা যায়, কয়েক হাজার ডলার বৈদেশিক মুদ্রা ভরে নিয়ে যাওয়া হচ্ছিল। এছাড়া ব্যক্তিটির প্যান্টের বেল্টের খোলেও সোনা পাওয়া যায়। কলকাতা বিমানবন্দর থেকে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Related posts

Leave a Comment