সংবাদ কলকাতা: : কলকাতা পুরসভার চরম অব্যবস্থার বলি হলেন এক কর্মী। সুরক্ষার অভাবে নিকাশি নালার কাজের সময় মাথায় চাঙড় খসে মৃত্যু হল শ্রমিকের। মৃতের নাম, সালমান মালিক। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসে। জানা গিয়েছে, এদিন এখানকার সুরাবর্দী রোডের ডন বসকো সার্কেলের সামনে মাটি খুঁড়ে ভূগর্ভস্থ নিকাশি নালার কাজ চলছিল। সেখানেই মাটি সরাতে নামেন ওই শ্রমিক। মাটি সরানোর কাজ করার সময় মাথায় একটি চাঙড় খসে পড়ে। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের আরও একটি চাঙড় খসে পড়ে তাঁর মাথায়। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পর তাঁকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানিয়ে দেন, অনেক আগেই মৃত্যু হয়েছে তাঁর।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেয়েছে। বিজেপি-র তরফে মিনা দেবী পুরোহিত অভিযোগ করেছেন, পুরসভার চরম অব্যবস্থার কারণে ওই শ্রমিকের মৃত্যু হল। উপযুক্ত সুরক্ষা না নিয়ে কেন রাতের বেলায় ওই শ্রমিককে ভূগর্ভস্থ নিকাশি নালার সংস্কারের কাজে পাঠানো হয়েছিল? ওই শ্রমিকের মৃত্যুর কারণে তাঁর পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়ল।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই সরকার যে সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, এটা তার আরও একটি নিদর্শন। বিজেপি-র পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে ওই শ্রমিকের পরিবারের উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণের দাবি জানায়।
next post