নামখানা: কলকাতা ছাড়িয়ে জাল ওষুধের চক্র এবার জেলাতে। দক্ষিণ ২৪ পরগনার নামখানার নারায়ণপুরের একটি ওষুধের দোকান থেকে উদ্ধার হল জাল ওষুধ। ওষুধ দোকানের মালিক আশুতোষ সাঁতরা জানান, এক যুবকের কাছ থেকে কিছু ওষুধ কেনা হয়। কিন্তু সেই ওষুধ জাল হবে তা আমি বুঝতে পারিনি। দেখে কিছু বোঝার উপায় ছিল না । প্রাথমিকভাবে দেখে মনে হয়েছিল যে, ওই ওষুধ আসল। সেই ভেবে ওই যুবকের কাছ থেকে ওষুধ কেনা হয়। কিন্তু পরবর্তীকালে সেই ওষুধ নিয়ে ভালো করে নিরীক্ষণ করার পর দেখা যায়, ওষুধগুলো সবই জাল। এই ঘটনায় চিন্তিত হয়ে পড়েছেন ওই ওষুধ দোকানী।
স্থানীয় এক বাসিন্দা জানান, যেভাবে নকল ওষুধের চক্র জেলাতে ছড়িয়ে পড়েছে, এর জেরে মানুষ নকল ওষুধ খেয়ে সুস্থ হওয়ার বদলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন। আমরা চাই প্রশাসন এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক। ইতিমধ্যে কাকদ্বীপ থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। নকল ওষুধ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন ওই ওষুধ বিক্রেতা। তিনি জানান, এই প্রথম ওই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ওষুধ নিলাম। কিন্তু বুঝে উঠতে পারিনি যে ওই ওষুধগুলো নকল ও সম্পূর্ণ আসল ওষুধের মতোই দেখতে। প্রথম দেখে মনেই হবেনা যে ওই ওষুধগুলো জাল।
এই জাল ওষুধ বিভিন্ন দোকানগুলিতে আসল ওষুধ বলে দেওয়ার পিছনে বড়সড় চক্র কাজ করছে। কলকাতা ও শহরতলি ছেড়ে এবার এই জাল ওষুধের চক্র জেলাতে হানা দিয়েছে। ওই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নামখানা, পাথরপ্রতিমা ও সাগর সহ বিভিন্ন প্রান্তিক এলাকার দোকানিরা ওষুধ নেয়। প্রশাসন যথাযথ ব্যবস্থা নিলে এই নকল ওষুধ চক্রের হাত থেকে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষেরা রক্ষা পাবেন।