কলকাতা, ১ ফেব্রুয়ারি: কলকাতার ফুটবল ভক্তদের কাছে বড় সুখবর! আনন্দ সংবাদ মেসি ভক্তদের কাছেও। আইটিসি-র সঙ্গে চুক্তিবদ্ধ হল আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে তারা। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় সংস্থা আইটিসি এই চুক্তির কথা ঘোষণা করেছে। আইটিসি সূত্রে জানা গিয়েছে, ফুটবলের মারাত্মক জনপ্রিয়তার কথা মাথায় রেখেই বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে । এই চুক্তির পর মেসির কলকাতায় আসার সম্ভাবনা বাড়ছে। ফলে শহরে ও রাজ্যে মেসি ভক্তদের মধ্যে নতুন করে আসার সঞ্চার হয়েছে। তবে লিওনেল মেসির এখনই কলকাতায় আসার সম্ভাবনা নেই।
previous post
next post