সংবাদ কলকাতা: কলকাতায় পৌঁছল পাকিস্তান ক্রিকেট টিম। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ খেলতেই কলকাতায় এলেন তাঁরা। আগামী মঙ্গলবার ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট টিম। কাগজে কলমে অংকের বিচারে টিকে থাকলেও কার্যত সেমিফাইনালে পৌঁছানো প্রায় অসম্ভব পাকিস্তান দলের। ছটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে হেরে তাঁদের সংগ্রহ এই মুহূর্তে মাত্র চার পয়েন্ট। তাই সেমিফাইনালে যেতে হলে তাঁদের পরবর্তী ম্যাচ জিততেই হবে। শনিবার বিকেলে কলকাতার বিমানবন্দরে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় কলকাতা বিমানবন্দর। ইডেনে পাকিস্তান আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।
previous post
next post