April 7, 2025
কলকাতা

কলকাতায় গ্রেপ্তার পাক গুপ্তচর

সংবাদ কলকাতা: কলকাতায় পাক গুপ্তচর? এক ব্যক্তির গ্রেপ্তারির ঘটনায় ফের একবার এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ২৫ অগাস্ট শুক্রবার ভক্ত বংশী ঝা নামে ৩৬ বছরের ওই যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের STF। ওই ব্যক্তি বিহারের দ্বারভাঙার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে সরাসরি যুক্ত থাকার জন্য ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত দিল্লির এক ক্যুরিয়র সংস্থায় কাজ করতেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে। দেশের গোপন তথ্য ছবি, ভিডিও ও অনলাইন চ্যাটের মাধ্যমে সে শত্রু দেশের হাতে তুলে দিয়েছে বলে STF-র প্রাথমিক তদন্ত এমনটাই তথ্য পাওয়া গিয়েছে। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি পাকিস্তানের হাতে গোপন তথ্য পাচার করত বলে খবর। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছে। ধৃত ব্যক্তি কী কী তথ্য পাচার করেছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

গতকাল কলকাতায় ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হয় দুপুর ২ টোয় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে। আজ ওই ব্যক্তিকে পুলিশি হেফাজতের আবেদন করা হবে।

Related posts

Leave a Comment