সংকল্প দে, ১৪ অক্টোবর: শনিবার মহালয়ার পরেই দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। বাঙালি এখন তাদের শ্রেষ্ঠ উৎসব নিয়ে মাতোয়ারা। মহালয়া থেকেই শুরু হয়ে সেই উৎসবের শুভ সূচনা। এই বিশেষ দিনটি অনেকে শুরু করেছেন মন্দিরে পুজো দিয়ে। শনিবার সকাল থেকেই পুজো দিতে কালীঘাটে ভিড় করেছেন বহু মানুষ। সেই ভিড়ের মাঝেই দেখা গেল বিখ্যাত বলি অভিনেত্রী বিদ্যা বালানকে। যাঁর সঙ্গে কলকাতার যেন আলাদাই একটা সম্পর্ক রয়েছে। শুক্রবারই শহরে এসেছেন অভিনেত্রী। আর শনিবার সকাল সকাল পৌঁছে গেলেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। মায়ের পুজো দিলেন বহু সুপারহিট হিন্দি সিনেমার নায়িকা।
এদিন, বিদ্যা বালানকে দেখা গেল একেবারে বাঙালি সাজে। পরনে ছিল লাল শাড়ি চুল খোঁপা করে বাঁধা। কপালে লাল টিপ, কানে দুল এবং হাতে পুজোর ডালা নিয়ে খালি পায়ে মন্দিরে পৌঁছতেই তাঁকে দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে পড়েন সাধারণ মানুষ।