মাইসুরু: গতকাল রাতে কর্ণাটকের মাইসুরুতে রোড শোয়ের সময় মোদীর দিকে ফোন ছোঁড়েন এক মহিলা। নিছক উত্তেজনার বসে সবাই যখন প্রধানমন্ত্রীর দিকে ফুল ছুঁড়ছিল, ঠিক তখনই ফুলের সঙ্গে ভুল করে মোবাইলও ছুঁড়ে দেন মোদী ভক্ত ওই মহিলা। সেই সময় মোদী হাত নাড়ছিলেন। তাঁর হাতের একেবারে পাশ দিয়ে ফোনটা বেরিয়ে গিয়ে বিশেষ গাড়ির বনেটে পড়ে। 
এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয় নানান বিতর্ক। প্রধানমন্ত্রীর প্রশাসনিক নিরাপত্তা নিয়েও ওঠে একাধিক অভিযোগ। ঘটনাটি SPG-কে দেখিয়ে দেন মোদী। পরে স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যরা সেই মহিলাকে চিহ্নিত করে ফোনটি ফিরিয়ে দেন। এমনই দাবি করেছে কর্ণাটক পুলিশ।
কর্ণাটক পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অলোক কুমার বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকে এসপিজি। উত্তেজনার বশে ফোন ছুঁড়ে দেওয়া ওই মহিলা ছিলেন একজন বিজেপি কর্মী। তাঁকে ফোন ফেরত দিয়ে দেন এসপিজি কম্যান্ডোরা। নিছক উত্তেজনার বশে তিনি ফোন ছুঁড়ে দেন। তাঁর কোনও খারাপ মতলব ছিল না। তাঁকে ফোন ফিরিয়ে দেন এসপিজি কম্যান্ডোরা।
							previous post
						
						
					
							next post
						
						
					
