বেঙ্গালুরু: করোনা ভাইরাসের আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। তার মধ্যেই জিকা ভাইরাসের আতঙ্ক কর্নাটকে। সেখানে ৫ বছরের এক শিশুকন্যার শরীরে মিলল এই ভাইরাসের হদিশ। গত সপ্তাহেই মহারাষ্ট্রের পুণেতে ওই শিশুর সিরাম পরীক্ষা করা হয়।
বেশ কিছুদিন অসুস্থ থাকার পর ওই শিশুর ডেঙ্গি এবং চিকুনগুনিয়া পরীক্ষা করা হয়। সেই সময় তার সিরাম পরীক্ষা করার ফলে জিকার বিষয়টি সামনে আসে। এমনটাই জানিয়েছেন, কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, পরিস্থিতির উপর কড়া নজর রাখছে সরকার। পাশাপাশি, নেওয়া হচ্ছে সতর্কতা। এছাড়া জিকা ভাইরাস আক্রান্ত শিশুর জন্যও নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা।
যদিও ভারতে জিকা ভাইরাস সংক্রমণের ঘটনা এই প্রথম নয়। এর আগে কেরালা, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে জিকা ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। ১৯৪৭ সালে আফ্রিকার উগান্ডায় প্রথম জিকা ভাইরাসের খোঁজ মেলে। জ্বর এই ভাইরাস সংক্রমণের একটি লক্ষণ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এডিস মশার মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে।
previous post