April 9, 2025
দেশ

কর্ণাটকের জেল থেকে গাদকারীকে খুনের হুমকি গ্যাংস্টারের

Gangster threatens to kill Gadkari from jail in Karnataka

মুম্বই, ১৫ জানুয়ারি: ২৪ ঘন্টার মধ্যে নীতিন গাদকারীকে প্রাণনাশের হুমকি দেওয়া অপরাধীকে সনাক্ত করল পুলিশ। অভিযুক্ত ব্যক্তি একজন কুখ্যাত দুষ্কৃতী। সে কর্ণাটকের বেলাগাভির জেলে বসেই কেন্দ্রীয় মন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে ১০০ কোটি টাকা দাবি করে। নিজেকে দাউদ ইব্রাহিমের লোক বলে পরিচয় দেয়।

ওই গ্যাংস্টারের নাম জয়েশ কান্থ। প্রসঙ্গত, গতকাল শনিবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারীকে ফোনে খুনের হুমকি দিয়েছিল এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। নাগপুরের তাঁর জনসংযোগকারী অফিসে বিএসএনএল-এর ল্যান্ড লাইনে ফোন করা হয়। অবশেষে সেই অভিযুক্তকে সনাক্ত করল পুলিশ। তবে জেলের কঠোর সুরক্ষা বলয়ের মধ্যে একজন দাগি অপরাধী কিভাবে ফোন পেল তা তদন্ত করে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment