32 C
Kolkata
August 2, 2025
জেলা

করোনার পর এবার ডেঙ্গুর চোখ রাঙানি

সংকল্প দে, ৯ সেপ্টেম্বর: করোনার পর এবার নতুন করে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। শহরে ডেঙ্গুতে আক্রান্ত ২৮জন। তবে ভয়ের কোনও কারণ নেই বলে জানালেন দুলাল দত্ত। শুক্রবার শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত ৫নম্বর ওয়ার্ডের পরিদর্শন ও ডেঙ্গু নিয়ে সচেতনতা বার্তা তুলে ধরতে ওয়ার্ডের রামঘাটের বিভিন্ন এলাকার ডেঙ্গু আক্রান্ত পরিবারদের সাথে দেখা করেন। পাশাপাশি ডেঙ্গু নির্মূল করতে কি কি করণীয় তা স্থানীয়দের সামনে তুলে ধরেন। সেই সঙ্গে এদিন গোটা এলাকার পরিস্থিতি ক্ষতিয়ে দেখেন। মশা মারার তেল, ব্লিচিৎ ও মাইকিং করে সচেতনতা বার্তা তুলে ধরেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি পুরনিগমের স্বাস্থ্য দপ্তরের এমআইসি দুলাল দত্ত জানান, ২০২২ সালের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ২৩৫ জন। তার মধ্যে বেশি সংখ্যক সুস্থ। এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই।

Related posts

Leave a Comment