29 C
Kolkata
August 2, 2025
রাজ্য

করুণাময়ীতে চাকরি প্রার্থীদের আন্দোলন জোর করে তুলে দেওয়ায় শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ

শিলিগুড়ি, ২১ অক্টোবর: আন্দোলনরত টেট চাকরিপ্রার্থীদের জোর করে হঠিয়ে দেওয়ায় শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ। এই ঘটনায় পুলিশ আটক করে আন্দোলনকারীদের। প্রসঙ্গত উল্লেখ্য, অনুরোধ, হুঁশিয়ারির পর মধ্যরাতে করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ তুলে দেয় পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতের ঘটনা। আন্দোলনকারীদের জোর করে তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে, বিধাননগর পুলিশের তরফে আগেই চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তাতে রাজি হননি আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, অনুরোধে কাজ না হওয়ায় শেষমেশ হুঁশিয়ারিও দেওয়া হয়। কিন্তু তাতেও ওঠেননি আন্দোলনকারীরা। অবশেষে গতরাতে তাঁদের আন্দোলন ভেঙে দেয় পুলিশ।
এরই বিরুদ্ধে সরব হয় বিজেপি ও বামফ্রন্ট। এই উপলক্ষে শুক্রবার শিলিগুড়ির সফদর হাসমী চকে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন হয়। বিক্ষোভে সামিল ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা। বিক্ষোভকারীদের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ প্রত্যাহার করার জন্য বললেও, না করায় তাঁদের আটক করে পুলিশ।

Related posts

Leave a Comment