রানাঘাট, ২২শে ডিসেম্বর: আজ নদিয়া জেলার রানাঘাট এর কাছাকাছি কালীনারায়ণপুর ও বীরনগর স্টেশনে বসবাসকারী আশ্রয়হীন মানুষদের কম্বল বিতরণ করল দেশের মাটি কল্যাণ মন্দির।
এদিন কালীনারায়নপুর স্টেশনের ১০ জন ও বীরনগর স্টেশনের ৫ জন মানুষের হাতে কম্বল তুলে দেন ‘দেশের মাটি কল্যাণ মন্দির’–এর সদস্যরা। এই কম্বল বিতরণের কাজে যুক্ত হয়েছিলেন ‘দেশের মাটি’র সদস্য অশোক বিশ্বাস ও বিভাস মোদক এবং মূল উদ্যোক্তা মিলন খামারিয়া।
এই কম্বল বিতরণ সম্পর্কে ‘দেশের মাটি কল্যাণ মন্দির’-এর সদস্য মিলন খামারিয়া বলেন, “এই প্রচন্ড শীতে আশ্রয়হীন মানুষরা অত্যন্ত কষ্টে আছেন। অমৃতের পুত্র মানুষ। সেই মানুষদের দু:খে পাশে থাকতে পেরে আমাদের ভালো লাগছে। এই আশ্রয়হীন মানুষদের যথাযথ আশ্রয়ের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা উচিত বলে আমরা মনে করি।”
previous post
next post