April 9, 2025
দেশ

কফিন বন্দি হয়ে বাঁকুড়ার গ্রামে ফিরবেন সেনা জওয়ান গোপীনাথ মাকুড়

সংবাদ কলকাতা: বাঁকুড়ার গোপীনাথ মাকুড়, দেশকে ভালোবেসে ভারত মাতাকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন এই যুবক। পরিবার পরিজন ছেড়ে দুর্গম পার্বত্য অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন দেশ রক্ষার কাজে। কিন্তু সবার অজান্তেই শুক্রবার না ফেরার দেশে চলে গেলেন তিনি। আর দেখা হবে না মা-বাবা, স্ত্রী, সন্তানদের সঙ্গে। একবার তাঁকে স্পর্শ করার জন্য হা-পিত্যেশ করে বসে আছে তাঁর পরিবার। তবে তাঁর দেহ ফিরবে কফিন বন্দি হয়ে।

জানা গিয়েছে, শুক্রবার সিকিমের জেমা অঞ্চলে একটি গভীর খাদে উল্টে যায় সেনাদের একটি গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজন জুনিয়র কমিশন অফিসার সহ ১৬ জনের। ঐদিন তিনটি সেনা ট্রাক উত্তর সিকিমের চাটেন থেকে থাংগুর দিকে যাচ্ছিল। আবহাওয়া খারাপ থাকায় পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে উল্টে যায় ট্রাকটি। তাতেই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। মৃত্যু হয় ১৬ জন সেনা জওয়ানের। তাঁদের মধ্যেই ছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের ভালুকা গ্রামের বাসিন্দা গোপীনাথ মাকুড়।

শনিবার পানাগড়ে এসে পৌঁছল তাঁর মরদেহ। রাতে পানাগড় সেনা ছাউনিতে রাখা হয়েছে নিহত জওয়ানের দেহ ৷ রবিবার তাঁর গ্রামের বাড়িতে দেহ নিয়ে যাওয়া হবে ৷

Related posts

Leave a Comment