29 C
Kolkata
April 12, 2025
দেশ

কন্যাকুমারিকায় মোদির ধ্যানের বিরোধিতা করে কমিশনে কংগ্রেস

দিল্লি, ২৯ মে: কংগ্রেস বুধবার ভারতের নির্বাচন কমিশনে (ইসিআই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। মিডিয়া রিপোর্টের পরিপ্রেক্ষিতে দাবি করেছে যে, তিনি ৩০ মে থেকে তামিলনাড়ুর কন্যাকুমারীতে তিন দিনের ধ্যান বিরতি নিতে চলেছেন। কংগ্রেস বলেছে যে, মোদির ঘোষিত নির্ধারিত সফরটি মডেল কোড অফ কন্ডাক্ট (এমসিসি) “লঙ্ঘন” করে । বিষয়টি নিয়ে কংগ্রেস ও তৃণমূল দাবি জানিয়েছে, ওই সময়ে মোদির কোনও ভিডিও যাতে প্রকাশ্যে আসে, সেজন্য ওখানে ক্যামেরা নিষিদ্ধ করা হোক।

কংগ্রেস তার স্মারকলিপিতে বলেছে, “২৮ মে, বেশ কয়েকটি সংবাদ সংস্থা রিপোর্ট করেছে যে, নরেন্দ্র মোদী কন্যাকুমারীতে যাবেন। যেখানে তিনি ৩০ মে থেকে ধ্যান মণ্ডপমে ৪৮ ঘন্টা ধ্যান করবেন। উল্লিখিত সফরটি ব্যাপকভাবে টেলিভিশনে সম্প্রচার করা হবে। ওই সময় বারাণসীতে ৪৮ ঘন্টা সাইলেন্স পিরিয়ড। যেখানকার নির্বাচনী এলাকা থেকে মোদি নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোদী এই সফর সূচির মাধ্যমে আসলে জোর করে নিজের কেন্দ্রে ভোট প্রচারের কৌশল অবলম্বন করতে চাইছেন। যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে ।

উল্লেখ্য, ৩০ মে বৃহস্পতিবার সন্ধ্যায় ২০২৪-এর লোকসভা নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্বের প্রচার শেষ হবে। সম্প্রতি মোদী ঘোষণা করেন ,ঐদিন তিনি কন্যা কুমারিকায় ধ্যানে মগ্ন হবেন। কিন্তু যেহেতু এই সময় নির্বাচন প্রক্রিয়া চলছে, এবং দেশজুড়ে আদর্শ আচরণ বিধি লাগু আছে ,সেই জন্য বিষয় টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়। কংগ্রেস মোদির এই সফরসূচির তীব্র বিরোধিতা করে। তারা কমিশনে অভিযোগ জানানোর হুমকি দেয়। অবশেষে আজ বুধবার কমিশনে অভিযোগ জানিয়ে ক্ষান্ত হলো হাত শিবির।

Related posts

Leave a Comment