বেঙ্গালুরু, ৩ নভেম্বর: জনপ্রিয় কন্নড় অভিনেতা তথা পরিচালক গুরুপ্রসাদের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার। আজ, রবিবার বেঙ্গালুরুর নিজের ফ্ল্যাট থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। প্রতিবেশীরা তাঁর এই রহস্যজনক মৃত্যুর বিষয়ে কিছুই জানতে পারেননি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, গুরুপ্রসাদ আত্মহত্যা করেছেন। তিনি আর্থিক সঙ্কটে পড়ে মানসিক অবসাদে ভুগছিলেন। সেজন্য আত্মহত্যা করেছেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
কী কারণে আত্মহননের মতো চরম সিদ্ধান্ত নিতে হল পরিচালককে? জানা গিয়েছে সম্প্রতি ফের বিয়ে করেছিলেন গুরুপ্রসাদ। ‘মাতা’, ‘এদেলু মঞ্জুনাথ’-এর ছবি পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাঁর আসন্ন প্রোজেক্ট ‘আদেমা’র কাজ এখনও শেষ হয়নি। শুধু ক্যামেরার পিছনে নয়, ক্যামেরার সামনেও সমান স্বচ্ছন্দ ছিলেন তিনি। বেশ কিছু কন্নড় ছবিতে অভিনয়ও করেছেন পরিচালক।
জানা গিয়েছে, গত দুইদিন ধরে তাঁর ফ্ল্যাটের কাছ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। বিষয়টি নিয়ে সন্দেহ হতেই প্রতিবেশীরা খবর দেন পুলিশে। খবর পেয়েই তাঁর ফ্ল্যাটে ছুটে আসে বেঙ্গালুরুর পুলিশ। বাইরে থেকে অনেক ডাকাডাকি করেও গুরুপ্রসাদের কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকতেই ড্রয়িং রুমে পচাগলা ঝুলন্ত দেহ নজরে আসে।
উল্লেখ্য, কন্নড় অভিনেতা ও পরিচালক গুরুপ্রসাদের একসময় জনপ্রিয়তা ছিল মধ্যগগনে। তিনি ‘মাতা’, ‘ডিরেক্টর স্পেশ্যাল’, ‘ইড্ডেলু মঞ্জুনাথা’র মতো জনপ্রিয় ছবির পরিচালনা করেছেন। পাশাপাশি ‘হুডুগারু’, ‘হুইসল’, ‘জিগারঠাণ্ডা’র মতো বেশ কিছু ছবিতে সফলভাবে অভিনয়ও করেছিলেন।