সংবাদ কলকাতা, ৮ জুলাই: বারাসতের কদম্বগাছিতে নির্দল প্রার্থীকে পিটিয়ে খুন। মৃতের নাম আব্দুল্লাহ(৪১)। অভিযোগ উঠছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার জেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা সকাল থেকেই টাকি রোড অবরোধ করেন। তাঁরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।