29 C
Kolkata
August 2, 2025
কলকাতা

কড়েয়ায় ফুটপাথে ঘুমন্ত অবস্থায় গাড়ি চাপা পড়ে মৃত ১, গ্রেপ্তার চালক

সংবাদ কলকাতা, ২৭ আগস্ট: শহরে সাতসকালে দুর্ঘটনা। সকাল ৮ টায় পথ দুর্ঘটনার জেরে বেঘোরে প্রাণ হারালেন এক ফুটপাথবাসী। ঘটনাটি ঘটেছে কড়েয়া থানার অন্তর্গত সার্কাস অ্যাভিনিউয়ের কাছে। পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারে একটি দুধের গাড়ি। যার ফলে পার্ক করে রাখা গাড়িটি সোজা গিয়ে ফুটপাথে ঘুমন্ত ব্যক্তির গায়ের ওপর পড়ে।

কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি সেই ফুটপাথবাসীকে পিষে দেয়। গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সেই ফুটপাতবাসি। তাঁকে পুলিশ আধিকারিকরাই স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে গিয়ে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটে রবিবার সকালে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল বেনিয়াপুকুর সার্কাস এভিনিউ। গাড়িটিকে নিয়ে যাওয়া হয়েছে কড়েয়া থানায়। গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে।

Related posts

Leave a Comment