কটক: ওড়িশায় মকর সংক্রান্তির মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার কটক জেলার বাদাম্বা-গোপীনাথপুর টি-ব্রিজে। আহতদের মধ্যে চারজনের অবস্থা সঙ্কটজনক। তাঁরা কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বিধায়ক ও সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবীপ্রসাদ মিশ্র বা বলেন, এই ঘটনায় অত্যধিক ভিড়ের চাপে অঞ্জনা সোয়েইন নামে এক মহিলা পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। তাঁর বয়স ৪৫ বছর। বাকিদের বাদাম্বার কমিউনিটি হেল্থ সেন্টারে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, গত দুই বছর করোনা মহামারীর কারণে এখানকার মকর সংক্রান্তি মেলা বন্ধ ছিল। সেজন্য এবছর বিপুল পুণ্যার্থীর সমাগম হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অত্যধিক ভিড়ের কারণেই এই বিপর্যয় ঘটেছে। মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়ক এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন।
previous post