অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া: আমতা ২ নং ব্লকে কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বিডিও অফিসে কংগ্রেস প্রার্থীর প্রস্তাবককে হুমকি দেওয়া ও মারধোর করার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে।
ঘটনা প্রসঙ্গে আমতা কেন্দ্র কংগ্রেসের সভাপতি তথা এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে হাওড়া জেলা পরিষদের ৩৫ নং আসনের প্রার্থী কাজী আকবর ইসলাম বলেন, ভাটোরা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল কংগ্রেস কর্মীরা আমতা ২ বিডিও অফিসে কংগ্রেস প্রার্থীর প্রস্তাবকদের হুমকি দেওয়া, মারধোর করার এমনকি প্রাণনাশেরও হুমকি দেয়। বিডিও অফিসের যেখানে সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে উত্তর ভাটোরার ৭ নং বুথের গায়েন পাড়ার ভোলানাথ দর্জিকে নিয়ে গিয়ে মারধোর করে। প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
পঞ্চায়েত সমিতির আর এক কংগ্রেস প্রার্থীর প্রস্তাবককেও প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। আমি ফোন মারফত খবর পেয়ে যখন আমতা ২ নং ব্লক অফিসে আসি, তখন বিরোধীরা কাজ করে ফেলেছে। আমি এই পরিস্থিতিতে বিডিও-র সঙ্গে কথা বলতে চাইলে বিডিও মিটিং-এর বাহানা দেন। বারংবার আবেদন করলে তিনি মিটিং-এর বাহানা দিয়ে আমাদের অপেক্ষা করতে বলেন।
তিনি এও বলেন, ‘উত্তর ভাটোরার মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আছে। শাসক দলের নেতা, কর্মী, সমর্থকরা মানুষকে ভোট না দিতে যাওয়ার হুমকি দিচ্ছে। তাঁদের বলা হচ্ছে, ভোট দিতে গেলে বাড়ি ভাঙচুর করা হবে, লুটপাট করা হবে। মারধোর করার হুমকি সহ প্রাণনাশের ভয় দেখাচ্ছে তারা। আমরা পুরো বিষয়টি আমাদের কংগ্রেসের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি।
previous post