কলকাতা, ২১ নভেম্বর: মালগাড়ি লাইনচ্যুত ওড়িশার কড়াই স্টেশনে। ওড়িশার কড়াই স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মে উঠে গেল। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই জনের। আজ সকাল ৬টা ৪৪ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। ভদ্রক-কপিলাস বিভাগের দু’টি লাইনই অবরুদ্ধ হয়ে পড়ে। সেই কারণে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। যার জেরে বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন।
একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। হাওড়া- ভুবনেশ্বর জনশতাব্দি এক্সপ্রেস, হাওড়া-পুরি এক্সপ্রেস, শালিমার-পুরি-ধৌলি এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, হাওড়া-এম বিশ্বেশ্বরয়া টার্মিনাস এক্সপ্রেস, পুরি-শালিমার ধৌলি এক্সপ্রেস ও ভুবনেশ্বর-বালাসোর স্পেশ্যাল।
জানা গিয়েছে, এদিন খড়গপুর (Kharapur) থেকে খুরদার দিকে মালগাড়িটি যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ভদ্রক পেরনোর পর কড়াই স্টেশন। সেখানে এসেই মালগাড়িটি লাইনচ্যুত হয়। প্ল্যাটফর্মের উপরে থাকা বাথরুমে ঢুকে যায় মালগাড়ির বগি। ক্ষতিগ্রস্ত হয় রেলের অফিস। ঘটনার সময় ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন যাত্রী। তাঁদের মধ্যে দুই জনের মৃত্যু হয়। জখম হন বেশ কয়েকজন।