25 C
Kolkata
November 3, 2025
Featured

ওয়ার্ল্ড ক্যারাটেতে পশ্চিমবঙ্গের ৬ জন ক্যারাটেকার ১২টি পদক জয়

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান— ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় “২২তম অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপ ২০২৪ শেষ হলো।

উত্তর প্রদেশের বারানসীর বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে দু’দিনের এই প্রতিযোগিতা চলে। সারা দেশের ১৭টি রাজ্য থেকে প্রায় ১৫০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দ্য মার্শাল আর্টস একাডেমী বর্ধমানের চিফ কোচ রেনসি দেবাশিস কুমার মন্ডল জানিয়েছেন, এই প্রতিযোগিতায় সংস্থা থেকে মোট ৬ জন ক্যারাটেকা পশ্চিমবঙ্গের হয়ে অংশগ্রহণ করে এবং ৪টি সোনা, ৩টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ সহ ১২টি পদক জয়লাভ করে।

Related posts

Leave a Comment