27 C
Kolkata
April 9, 2025
দেশ

ওড়িশায় রেল দুর্ঘটনায় মৃত ১০০, আহত বহু

বালেশ্বর, ২ জুন: বালেশ্বর, ২ জুন: আজ, শুক্রবার ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এখানকার বাহানাগা বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ১০০ জন যাত্রীর। দুর্ঘটনার জেরে ওই রুটে বাতিল হয়েছে একাধিক ট্রেন। উদ্ধার কাজের জন্য বাংলা থেকে বিশেষ দল পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও: 03322143526 এবং 03322535185।
দুর্ঘটনার ফলে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।দুর্ঘটনায় যারা গুরুতর জখম হয়েছেন, তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্যান্য আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রেলমন্ত্রী। তিনি খবর পাওয়ার পর দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

ট্রেনগুলি বাতিল করা হল-
12837 হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
12863 HWH-SMVB SUF Express বাতিল করা হয়েছে
12839 HWH-MAS Mail বাতিল করা হয়েছে।
12895 SHM-Puri S/F বাতিল করা হয়েছে
20831 SHM-SBP Express বাতিল করা হয়েছে
02837 SRC-Puri Express বাতিল করা হয়েছে।
এছাড়াও SDAH-Puri দুরন্ত এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। অন্যদিকে TATA-JRLI বিকল্প রুটে একাধিক ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

Related posts

Leave a Comment