December 5, 2025
কলকাতা

ওঙ্কারনাথ মিশনের সঙ্গে ঐতিহাসিক চুক্তি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডানলপের কাছে তৈরি হচ্ছে ‘গেটওয়ে অফ কলকাতা’। সেই প্রকল্পেরই ভাবধারায় এবার সীতারাম দাস ওঙ্কারনাথের নামে প্রতিষ্ঠিত ওঙ্কারনাথ মিশন – রিসার্চ সেন্টার ফর ইন্দোলজিকাল স্টাডিজ-এর সঙ্গে ঐতিহাসিক সমঝোতা স্মারক (মৌ) স্বাক্ষর করল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। রবিবার কলকাতার মহামিলন মঠে এই অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ কুমার মাইতি এবং ওঙ্কারনাথ মিশনের সভাপতি কিংকর প্রিয়নাথ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার বিশিষ্ট সংগীতশিল্পী ডক্টর এল. শংকর এবং সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারপ্রাপ্ত শিল্পী তরুণ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মিশনের অধ্যাপক-অধ্যাপিকারা এবং আরও বহু বিশিষ্টজন।চুক্তি সম্পর্কে কিংকর প্রিয়নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হয়েছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। তার সঙ্গে আমাদের মিশনের এই যৌথ উদ্যোগ শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। ভারতের প্রাচীন দর্শন, ধর্ম, সাহিত্য ও সংস্কৃতির সংরক্ষণ এবং গবেষণায় দুই প্রতিষ্ঠানই আগামিদিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
চুক্তি অনুযায়ী দুই প্রতিষ্ঠান যৌথভাবে বক্তৃতা, সেমিনার, ওয়ার্কশপ ও গবেষণা প্রকল্প পরিচালনা করবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে শ্রী ভগবান ওঙ্কারনাথ দেবের বেদান্তের ভাষ্য, ধর্মীয় দর্শনের পুনর্মূল্যায়ন ও পুনর্গঠনের মতো ক্ষেত্রগুলোতে। গবেষক ও ছাত্র-ছাত্রীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহল।
মিশনের প্রতিষ্ঠাতা এবং অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের প্রেসিডেন্ট কিংকর বিঠ্ঠল রামানুজ মহারাজ মুম্বাই থেকে জানান, “শ্রী ভগবান ওঙ্কারনাথ দেব বাংলা ও ভারতের নবজাগরণের পথিকৃৎ। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীর এক দূরদর্শী উদ্যোগ, যা বাংলার শিক্ষা ও ঐতিহ্যকে বৈশ্বিক মানচিত্রে তুলে ধরছে। এই যৌথ প্রয়াস আগামী দিনে বাংলার মনীষাকে নতুন পথ দেখাবে।”
‘গেটওয়ে অফ কলকাতা’ প্রকল্পের পাশাপাশি এই চুক্তি রাজ্যের সাংস্কৃতিক পুনরুজ্জীবনের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে। বিশেষত যুবসমাজের কাছে ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও দার্শনিক ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে।

Related posts

Leave a Comment