শিলচর: এসবিআই অডিট অফিসারের ফাঁসির দাবি জানিয়ে কাবুগঞ্জ ব্যাঙ্কের সামনে ধরনা প্রদর্শন করল বিভিন্ন সংস্থা। কাবুগঞ্জ এসবিআইর ম্যানেজার কুলদীপ দাশগুপ্তকে ব্ল্যাকমেইল করে আত্মহত্যায় বাধ্য করায় অডিট অফিসার যুগেন্দ্র পাণ্ডের ফাঁসির দাবি তুললেন বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। সোমবার এই ধরনায় সামিল হন কাবুগঞ্জ এসবিআই শাখার বিভিন্ন সিএসপি কর্মী সহ নরসিংহপুর ও সোনাই এসবিআইর বিভিন্ন সিএসপি কর্মীরা।
এছাড়াও ধর্মঘটে সামিল হন ব্যাঙ্কের গ্রাহক, কাবুগঞ্জ বাজার কমিটি ও ব্যবসায়ী সমিতির সদস্যরা। এনিয়ে সিএসপি কর্মী জাবির হোসেন লস্কর ও কাবুগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সৌমেন চন্দ অডিট অফিসার ও সাব স্টাফের এহেন কর্মকাণ্ডে তীব্র ভাষায় ধিক্কার জানিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি কাবুগঞ্জের এসবিআই শাখা কার্যালয়ে ব্যাঙ্ক ম্যানেজার কুলদীপ দাশগুপ্তের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর পুলিশি তদন্ত চলাকালীন অবস্থায় বেরিয়ে এসেছে মৃত্যুর রহস্য। কুলদীপ দাশগুপ্ত ব্ল্যাকমেলিং-এর শিকার হয়েছিলেন ও তাঁকে আত্মঘাতী হতে বাধ্য করা হয়েছে বলে অডিট অফিসার যুগেন্দ্র পাণ্ডে ও সাব স্টাফ শিবু নাথকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন নিহতের মা অলকা দাশগুপ্ত। রবিবার রাতে শিলচর রেলস্টেশন থেকে যুগেন্দ্ৰ পাণ্ডেকে আটক করে পুলিশ।