April 16, 2025
রাজ্য

এসএসসি-তে এবার বয়স বাড়িয়ে নিয়োগের অভিযোগ, বাতিল হওয়ার মুখে সম্পূর্ণ তালিকা

সংবাদ কলকাতা: SSC নিয়োগ দূর্নীতি মামলায় এবার নতুন মাত্রা যুক্ত হল। বয়স ভাড়িয়ে নিয়োগ করার মত মারাত্মক অভিযোগ উঠল SSC-র বিরুদ্ধে। পূর্বেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে নবম দশমে নিয়োগের পুরো তালিকা সামনে আনে SSC। সেই তালিকা পর্যবেক্ষণে দেখা গেল মোট ২১ জনকে বয়স ভাড়িয়ে নিয়োগ করা হয়েছে।

সাধারণভাবে SSC-তে নিয়োগের সর্বোচ্চ বয়স সীমা ৪০ বছর। কিন্তু নিয়োগের তালিকায় দেখা গেছে ২১ জনের বয়স ৪০ বছরের বেশী। এ নিয়ে একটি নতুন মামলা ওঠে বিচারপতি বিশ্বজিৎ বসুর BISWAJIT BASU এজলাসে। এই মামলার শুনানিতে গর্জে উঠে বিচারপতি বলেন, এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে সম্পূর্ণ নিয়োগ তালিকা বাতিল করা হবে। এই তদন্তের ভারও তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের (CBI) হাতে।

প্রসঙ্গত, পূর্বেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ABHIJIT GANGOPADHYAY সিবিআই CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন। যার জন্য ইতিমধ্যে কোণঠাসা হয়ে আছে রাজ্য সরকার WEST BENGAL GOVERNMENT ও স্কুল সার্ভিস কমিশন। তার উপর এই ঘটনা তদন্তে নতুন মাত্রা যুক্ত করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related posts

Leave a Comment