কলকাতা : এসএসকেএম হাসপাতালে আগুনে ভষ্মীভূত সিটি স্ক্যান বিভাগসহ ৩টি ঘর। বৃহস্পতিবার রাতে হঠাৎ আগুন লাগে এমার্জেন্সির দোতলার সিটি স্ক্যান বিভাগে। তড়িঘড়ি পাশের ওয়ার্ড থেকে বের করা হয় রোগীদের। ঘটনায় জরুরি বিভাগের সামনে রাতেই উদ্বিগ্ন রোগীর পরিজনদের ভিড় জমতে থাকে।
খবর পেয়ে ছুটে আসে দমকলের ১০টি ইঞ্জিন। বন্ধ করে দেওয়া হয় পুরো বিল্ডিংয়ের বিদ্যুত্সংযোগ। বন্ধ হয়ে যায় জরুরি বিভাগের কাজ। দুঘণ্টার চেষ্টায় হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তারপর রাতেই বিদ্যুতসংযোগ ফের দেওয়া হয়। চালু করা হয় জরুরি বিভাগের কাজ।
দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ এসএসকেএমের ইমার্জেন্সি বিল্ডিং-এর দোতলার সিটি স্ক্যান বিভাগে আগুন লাগে!প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার মুহূর্তে একটি বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসেন হাসপাতালের কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণে আসলেও পরিষেবা ব্যাহত হতে পারে সেন্ট্রাল ল্যাবে নমুনা সংগ্রহ ও রিপোর্ট দেওয়ার। এছাড়া ব্যাহত হতে পারে USG, সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে-র মতো পরিষেবাও। বিঘ্ন হতে পারে এমার্জেন্সিতে ভর্তি হওয়ার জন্য টিকিট কাটার যে ব্যবস্থা।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তাঁরা দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন।অগ্নিকাণ্ডে রোগী, কর্মী বা স্বাস্থ্যকর্মীর কোনও ক্ষতি হয়নি। দ্বিতীয় তলায় নিউ ক্যাজুয়্যালটি ব্লকে থাকা রোগীদের মেন ব্লকের ম্যাকেঞ্জি ওয়ার্ডে ও ট্রমা কেয়ারে সরানো হয়েছে।