April 15, 2025
কলকাতা

এসএসকেএম থেকে গ্রেপ্তার দুই দুষ্কৃতী

সংবাদ কলকাতা, ২৪ সেপ্টেম্বর: কিছুদিন আগে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের অভিযোগে সরব হন কমারহাটির বিধায়ক মদন মিত্র। এই অভিযোগের ভিত্তিতে শনিবার লালবাজারের গুন্ডা দমন শাখা এনআরএস ও এসএসকেএম সহ শহর কলকাতার একাধিক হাসপাতালে অভিযান চালায়।

জানা গিয়েছে, লালবাজারের গুন্ডা দমন শাখা খবর পায়, মূলত হাসপাতালে ভর্তি হবার জন্য কলকাতার বিভিন্ন হাসপাতালে একটা র‍্যাকেট চলছে। খবর পেয়ে সেই র‍্যাকেটকে ধরার চেষ্টা চালায় লালবাজারের গুন্ডা দমন শাখা। এই অভিযানে গতকাল সন্ধ্যের সময় এনআরএস হাসপাতাল থেকে দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম গৌতম সরকার (৩৮) ও বিলাস সিংহ (৩০)। পুলিশ সূত্রের খবর, এদের একজন নদীয়া এবং অপরজন নারকেলডাঙ্গার বাসিন্দা।

Related posts

Leave a Comment