ভাঙড়, ৯ আগস্ট: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। মুড়ি-মুড়কির মতন এলাকায় চলেছে বোমা-গুলি। মনোনয়নপত্র জমা থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচন সহ ভোট গণনা দিনও রক্ত ঝড়েছিল ভাঙড়ে। শাসক-বিরোধী সংঘর্ষে দফায়-দফায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল গোটা এলাকা জুড়ে। পুলিশের অতি সক্রিয় ভূমিকায় অবশেষে শান্ত হয় ভাঙড়। বুধবার ভাঙড়ে চালতা বেড়িয়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে নতুন করে এলাকায় যাতে অশান্তি না ছাড়ায় সেজন্য আগে থেকেই কড়া ব্যবস্থা গ্রহণ করে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে ভাঙড়ে আবারও নতুন করে জারি হয়েছে ১৪৪ ধারা। সূত্রের খবর, আগামী ১৩ আগস্ট রবিবার মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে ১৪৪ ধারা। বোর্ড গঠনের জন্য জোরদার করা হয় পুলিশি নিরাপত্তা। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এলাকার বিভিন্ন স্থানে জমায়েত সরিয়ে দেওয়ার পাশাপাশি শান্তির-শৃঙ্খলা বজায় রাখার জন্য চলছে পুলিশি টহলদারি। চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে মোট ৩০ টি আসনের মধ্যে ১৮ টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ১২টি আসনে জয়লাভ করেছে আইএসএফ। চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১০০ মিটারের মধ্যে কোন প্রকার জমায়েত নিষিদ্ধ ঘোষণা করে পুলিশ। সব মিলিয়ে বোর্ড গঠন প্রক্রিয়া যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে পুলিশ। এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার মিস পুষ্পা বলেন, ‘এলাকার প্রতিটি জায়গায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বোর্ড গঠন প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণভাবেই করা হচ্ছে। গোটা এলাকায় ১৪৪ ধারা বলবত রয়েছে।’