23 C
Kolkata
December 23, 2024
দেশ

এয়ার মার্শাল অমর প্রীত সিং বায়ুসেনার পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত হচ্ছেন

বায়ুসেনার ভাইস চিফ এয়ার মার্শাল অমর প্রীত সিং-কে বিমান বাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত হতে চলেছেন। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে তিনি এই দায়িত্বভার গ্রহণ করবেন। বর্তমান বিমান বাহিনীর প্রধান, এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী ৩০ সেপ্টেম্বর অবসর গ্রহণ করবেন। ঐদিন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন অমর প্রীত সিং।

উল্লেখ্য, ১৯৬৪ সালের ২৭ অক্টোবর জন্মগ্রহণ করেন এয়ার মার্শাল অমর প্রীত সিং। ১৯৮৪ সালে তেলাঙ্গানার ডুন্ডিগাল এয়ার ফোর্স অ্যাকাডেমি থেকে ভারতীয় বায়ুসেনায় যোগ দেন তিনি। এই বছর ডিসেম্বরে ভারতীয় বায়ুসেনার ফাইটার পাইলট স্ট্রীমে কমিশন হিসেবে দায়িত্ব লাভ করেন। প্রায় ৪০ বছর ধরে তাঁর দীর্ঘ এবং বিশিষ্ট চাকরির সময়, তিনি বিভিন্ন কমান্ড, স্টাফ, নির্দেশনামূলক এবং বিভিন্ন পদে কাজ করেছেন। তাঁর ৫ হাজার ঘণ্টারও বেশি সময় উড়ানের অভিজ্ঞতা রয়েছে।

তাঁর কর্মজীবনে, তিনি একটি অপারেশনাল ফাইটার স্কোয়াড্রন এবং একটি ফ্রন্টলাইন এয়ার বেস কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন পরীক্ষামূলক পাইলট হিসেবে, একসময় রাশিয়ার মস্কোতে মিগ ২৯ আপগ্রেড প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি ন্যাশনাল ফ্লাইট টেস্ট সেন্টার ও লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজসের প্রজেক্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। ইতিমধ্যেই তাঁকে ‘অতি বিশিষ্ট সেবা’ ও ‘পরম বিশিষ্ট সেবা’ পদকে সম্মানিত করা হয়েছে।

তিনি সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ডে এয়ার ডিফেন্স কমান্ডার এবং ইস্টার্ন এয়ার কমান্ডে সিনিয়র এয়ার স্টাফ অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিমান বাহিনীর ভাইস চিফের দায়িত্ব নেওয়ার আগে তিনি সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ ছিলেন।

Related posts

Leave a Comment