মুম্বই, ৬ মে: ফের বিতর্কে জড়াল এয়ার ইন্ডিয়ার বিমান (Air India)। মাঝ আকাশে বিমানের মধ্যেই কাঁকড়া বিছার (Scorpion) কামড় খেলেন এক মহিলা যাত্রী। মুম্বইগামী একটি বিমানে ঘটেছে এই ঘটনা। বিমানটি নাগপুর থেকে রওনা হয়েছিল বলে জানা গিয়েছে। গত ২৩ এপ্রিল এআই-৬৩০ নম্বর বিমানে ঘটনাটি ঘটলেও আজ শনিবার সেটি প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় মুম্বই বিমানবন্দরে। এই ঘটনার পর মুম্বই বিমানবন্দরে বিমানটি নামার পর আক্রান্ত যাত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
এদিকে বিমানের মধ্যে কীভাবে কাঁকড়াবিছা এল সেই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছে ওই বিমান কর্তৃপক্ষ। এই ঘটনার পর বিমানে তন্ন তন্ন করে কাঁকড়া বিছাটিকে খোঁজা হয়। অবশেষে বিমানের এক কোণে তাঁর হদিশ মেলে। তবে এই কাণ্ড নিয়ে এয়ার ইন্ডিয়া বিমান বন্দরের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। প্রসঙ্গত, এর আগেও নানারকম পরিষেবা বিভ্রাট ঘটেছে এয়ার ইন্ডিয়াতে। বিমানে পাখি, সাপ এমনকি ইঁদুরও উদ্ধার করা হয়েছে। আগে এই সংস্থার বিমানেই এক মদ্যপ যাত্রী সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন। তা নিয়ে ব্যাপক তোলপাড় হয়। নিন্দার ঝড় ওঠে সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি এক যাত্রী অভিযোগ করেন, বিমান কর্মীদের গাফিলতিতেই তিনি তাঁর পোষ্যকে হারিয়েছেন। এবার কাঁকড়া বিছার আক্রমণ। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না।
previous post
next post
