21 C
Kolkata
December 25, 2024
দেশ

এবার রেলপথেই হবে সিকিম ভ্রমণ

সংকল্প দে: সেবক রংপো রেলপথের ১১ নম্বর টানেলের কাজ সম্পন্ন হয়েছে। মোট ৩৯ কিলোমিটার রেলপথে থাকবে ১৪ টি টানেল। যার মধ্যে ১১ টি টানেলের কাজ শেষ হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী বছর জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে পুরো কাজ সম্পন্ন হবে। এই রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হলে উত্তরবঙ্গ থেকে সিকিমে পর্যটনের নতুন দিশা তৈরি হবে।

প্রতি বছর বর্ষার সময় সিকিম যাওয়ার রাস্তা খারাপ হয়ে পড়ে। অনেক পর্যটককে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। সিকিম যাওয়ার ক্ষেত্রে রীতিমতো ঝামেলার মধ্যে পড়তে হয় পর্যটকদের। সেবক রংপো রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হলে পর্যটকদের আর হয়রানির মধ্যে পড়তে হবে না। রেল পথেই তাঁরা যেতে পারবেন নিজেদের গন্তব্যস্থলে।

প্রথম পর্যায়ে কাজ হবে সেবক থেকে রংপো পর্যন্ত। পরবর্তী পর্যায়ে কাজ হবে রংপো থেকে গ্যাংটক পর্যন্ত। ১৪ টি টানেলের মধ্যে ১১ টি টানেলের নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। উদ্বোধন হয়ে গেছে ছয়টি টানেলের। সব থেকে বড় টানেল হল ১১ নম্বর টানেল। যে টানেলটি নির্মাণ করতে সব থেকে বেশি সময় লেগেছে।

Related posts

Leave a Comment