নয়াদিল্লি: ইংরেজি ও হিন্দি তো আগে থেকেই রয়েছে। এবার নন টেকনিক্যাল স্টাফ নিয়োগ করা হবে বাংলাতেও। শুধু তাই নয়, বাংলা সহ আরও ১৩টি আঞ্চলিক ভাষায় মাল্টি-টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ নিয়োগ করা হবে। এবিষয়ে গতকাল শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, সব চাকরিপ্রার্থীদের জন্য সমান সুবিধার ব্যবস্থা করা উচিত। এই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মোদী বলেন, ভাষাগত সমস্যার কারণে চাকরি প্রার্থীদের যেন সমস্যায় পড়তে না হয়। সেজন্যই এসএসসির এই উদ্যোগ। এব্যাপারে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)-কে ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
উল্লেখ্য, আগে ইংরেজি ও হিন্দিতে মাল্টি-টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ নিয়োগের পরীক্ষা নেওয়া হত। এবার সেই পদ্ধতিতে প্রবেশ করল ১৩টি আঞ্চলিক ভাষা। উর্দু, তামিল, মালয়ালম, তেলুগু, কন্নড়, অসমীয়, বাংলা, গুজরাতি, কোঙ্কনি, মণিপুরি, মারাঠি, ওড়িয়া ও পাঞ্জাবির মতো আঞ্চলিক ভাষা এই তালিকায় রয়েছে। এই পদক্ষেপের ফলে সিংহভাগ আঞ্চলিক ভাষার চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। গোটা দেশের অসংখ্য চাকরিপ্রার্থী এর সুবিধা পাবেন। এভাবে সংবিধানের অষ্টম তফসিলে উল্লেখ থাকা সব ভাষাই ধীরে ধীরে অন্তর্ভুক্ত হবে। যা একটি ঐতিহাসিক পদক্ষেপ।