মুম্বই, ৩ জুন: অনেক কাঠখড় পোড়ানোর পর গত ১২ মে বাংলাদেশে মুক্তি পায় ‘পাঠান’। এবার সেদেশে মুক্তি পেতে চলেছে সলমন খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান।’ এদেশে মুখ থুবড়ে পড়া এই সিনেমা বাংলাদেশে পসার করার অপেক্ষায়। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এব্যাপারে ছাড়পত্র দিয়েছে।
প্রসঙ্গত শাহরুখ খানের বিতর্কিত সিনেমা ‘পাঠান’ সারা বিশ্ব তথা বাংলাদেশে চুটিয়ে ব্যবসা করলেও ঈদে মুক্তি পাওয়া সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সেভাবে ব্যবসা করতে পারেনি। এবার দেখার বাংলাদেশের দর্শকরা সাড়া দেন কিনা। যদিও বাংলাদেশে সলমনের এটিই প্রথম ছবি নয়। সেখানে এর আগে সলমনের ‘ওয়ান্টেড’ ছবিটি মুক্তি পেয়েছিল।
উল্লেখ্য, সম্প্রতি একটি নতুন নিয়ম চালু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। এবার থেকে প্রতি বছর ভারতের ১০টি সিনেমা মুক্তি পাবে বাংলাদেশে। পরিবর্তে ভারতেও মুক্তি পাবে বাংলাদেশের সিনেমা। যেমন সলমনের এই ছবির মুক্তির বদলে ভারতে মুক্তি পাবে বাংলাদেশের ‘কষাই’ সিনেমা।
previous post