32 C
Kolkata
April 19, 2025
Uncategorized

এবার প্যালেস্টাইনে ভূমিকম্প

জেরুজালেম: এবার ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য প্রাচ্যের বিস্তীর্ণ এলাকা। গতকাল রাত ১১টা ৪৫ নাগাদ প্যালেস্টাইন, ইজরায়েল ও লেবাননে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৮। তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কম্পনের কেন্দ্রস্থল ছিল প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্কের নাবলাস শহরের নিকটবর্তী অঞ্চল। যা ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে অবস্থিত।

প্রসঙ্গত, ভূতাত্ত্বিকরা জানিয়েছেন, ইজরায়েল ও প্যালেস্টাইনে রয়েছে দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থল। অর্থাৎ ইজরায়েল ও প্যালেস্টাইন আফ্রিকান-সিরিয়ান রিফটে অবস্থিত। সেজন্য এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা বলে চিহ্নিত করেছেন ভূতাত্ত্বিকরা। প্রসঙ্গত তুরস্ক ও সিরিয়াও দু’টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই টেকটনিক প্লেট দুটি সমান্তরালভাবে পরস্পরের বিপরীতে সরে যায়। যার ফলে ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।

Related posts

Leave a Comment