29 C
Kolkata
August 2, 2025
রাজ্য

SSC: এবার পার্থকে CBI হেফাজত, কল্যাণময়কে মুখোমুখি বসিয়ে জেরা

কলকাতা, ১৬ মার্চ: রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে এবার পার্থকে হেফাজতে নিল সিবিআই। মায়াকান্নায় ভুললেন না হাইকোর্টের বিচারপতি। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজত দিল আদালত। বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে তাঁকে।
এদিন সিবিআই-এর আইনজীবী জানিয়েছেন, এটা বড় একটা চক্রান্ত। সেজন্য আরও কিছুদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। যদিও পার্থবাবু বিষয়টি গা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করেন। তিনি বলেন, এসএসসি একটি আলাদা সংস্থা। এই সংস্থার উপর তাঁর কোনও নিয়ন্ত্রণ ছিল না।
তবে এদিন আদালতে পার্থ বাবুকে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিচু স্বরে কথা বলতে দেখা গিয়েছে। যা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল হয়। অনেকের ধারণা, দুজনে অনেকদিন পর দেখা হওয়ায়, আইনের হাত থেকে বাঁচতে নতুন রণকৌশল তৈরি করছেন।

Related posts

Leave a Comment