33 C
Kolkata
September 25, 2025
দেশ বিদেশ

২০৩০ সালের মধ্যে চাঁদে গড়ে উঠবে জনবসতি, জোরকদমে চলছে প্রস্তুতি

The NASA Artemis rocket with the Orion spacecraft aboard leaves the Vehicle Assembly Building moving slowly on an 11 hour journey to pad 39B at the Kennedy Space Center in Cape Canaveral, Fla., Thursday, March 17, 2022. While at the pad the rocket and Orion spacecraft will undergo tests to verify systems and practice countdown procedures. (AP Photo/John Raoux)

সুমন মল্লিক, সংবাদ কলকাতা: আগামী ২০৩০ সালের মধ্যে চাঁদে পাঠানো হবে মানুষ। এমনই জানিয়েছেন ওরিয়ন আর্টিমিস চন্দ্র অভিযানের প্রধান হাওয়ার্ড হু। তবে এবারের অভিযানে মানুষ চন্দ্র পৃষ্ঠ থেকে সঙ্গে সঙ্গে ফিরে আসবে না। থাকবে কিছুক্ষণ।

নাসার তরফে জানানো হয়েছে, মহাকাশের দূর দুরন্ত পর্যন্ত পৌঁছে যাবে মানুষ। এটা তারই প্রথম পদক্ষেপ। মানুষ চন্দ্র পৃষ্ঠে অবতরণ করে কিছুদিন থাকবে তার জন্য সঠিক স্থান নির্বাচন করা হচ্ছে। প্রস্তুতি ও গবেষণার জন্য তৈরি হচ্ছে রোভার।

উল্লেখ্য, নাসার আগের চন্দ্র অভিযানের নাম ছিল অ্যাপোলো। তাই বর্তমান চন্দ্র অভিযানের নাম গ্রিক দেবতা অ্যাপোলো-এর যমজ বোন আর্টিমিস- এর নাম অনুসারে।

জানা গিয়েছে, এই অভিযানে যাঁরা সামিল হবেন, তাঁদেরকে প্রস্তুত করা হবে চন্দ্র পৃষ্ঠে থাকার জন্য। এই দশকের শেষের দিকে শুরু হবে সেই সংক্রান্ত প্রশিক্ষণ প্রক্রিয়া।

এই প্রসঙ্গে ওরিয়ন চন্দ্রাভিযানের প্রধান হাওয়ার্ড হু বলেন, আগামী দিনে মানুষ চাঁদে পৌঁছে বসবাস করবেন এবং গবেষণা করবেন। তার জন্য এমন যান প্রস্তুত করা হবে, যাতে অভিযানকারীদের চন্দ্র পৃষ্ঠে নিয়ে যাওয়ার পর যাতে পুনরায় ফিরিয়ে আনতে পারে। যেটা একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা।

Related posts

Leave a Comment