26 C
Kolkata
January 12, 2025
টিভি-ও-সিনেমা রাজ্য

এবার “ও লাভলি” সিনেমায় মদন মিত্র

সংবাদ কলকাতা: তৃণমূল নেতা মদন মিত্রকে এবার দেখা যাবে সিনেমার পর্দায়। “ও লাভলি” সিনেমায় চাল কল মালিকের ভূমিকায় দেখা যাবে কামারহাটির বিধায়ককে। আগামী ২৫ শে আগস্ট এই সিনেমা মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই রাজ্যের মানুষ দিন গুনতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে “ও লাভলী” সিনেমার প্রমোশনে অন্যান্য অভিনেতাদের সঙ্গে মদন মিত্রও যাচ্ছেন। সোমবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি সিনেমা হলে প্রমোশনে এলেন তিনি। তিনি “ও লাভলী” সিনেমা দেখার আবেদন রাখলেন উৎসুক জনতার কাছে। এদিন মদন মিত্রকে দেখে ভিড় জমান উৎসাহী জনতা। এই সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছে গোটা বাংলার মানুষ।

Related posts

Leave a Comment