April 15, 2025
রাজ্য

করুনাময়ীতে আমরণ অনশনে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা

সংবাদ কলকাতা, ১৮ অক্টোবর: এবার আমরণ অনশনে বসলেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। করুণাময়ীর APC ভবনের সামনে গতকাল সোমবার থেকে এই অনশন কর্মসূচি শুরু হয়েছে। ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কিছু চাকরিপ্রার্থী। তাঁরা আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করলেও পুলিশের তরফে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, তাঁরা যদি অবিলম্বে অনশন প্রত্যাহার না করেন, তাহলে পুলিশের তরফে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর দিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে, যাঁরা টেট পাশ করে অনশনে বসে আছেন, তাঁরা যেন অবিলম্বে অনশন প্রত্যাহার করে পুনরায় নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।

Related posts

Leave a Comment