আলিপুরদুয়ার, ২১ মার্চ: আগামী এপ্রিল মাস থেকে প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে সুন্দরবন ও বক্সা ব্যাঘ্র প্রকল্প ভ্রমণ। এতদিন দেশের অন্যান্য ব্যাঘ্র প্রকল্প সপ্তাহে একদিন বন্ধ থাকলেও এই দুই পর্যটন কেন্দ্র সপ্তাহের সব দিন খোলা থাকত। এবার সেই নিয়মে পরিবর্তন হতে চলেছে। সপ্তাহে একদিন বন্ধ থাকবে সুন্দরবন ও বক্সা ব্যাঘ্র প্রকল্পও। সেজন্য আগামী মাসের প্রতি মঙ্গলবার এই দুই বনাঞ্চলে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (এনটিসিএ) সেরকমই নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।
next post