23 C
Kolkata
December 23, 2024
রাজ্য

এখন থেকেই লোকসভা নির্বাচনের পোলিং ও কাউন্টিং এজেন্ট বেছে প্রশিক্ষণ দিতে নির্দেশ বিজেপি জেলা সভাপতির

নবদ্বীপ, ৩০ জুলাই: সম্প্রতি সমাপ্ত হয়েছে রাজ্য পঞ্চায়েত নির্বাচন। যেখানে বিজেপি রাজ্যে প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছে। বেশ কিছু এলাকায় পঞ্চায়েত দখল করেছে ও রাজ্য বিজেপি। আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ভোট শতাংশও বৃদ্ধি পেয়েছে চোখে পড়ার মত। এমতাবস্থায় রাজ্য তথা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব। বিগত দিনের ভুলত্রুটি ও খামতি গুলোর যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচির স্থির করতে ব্যস্ত হয়ে পড়েছে রাজ্য বিজেপি। রবিবার নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর এলাকায় শহর বিজেপির উত্তর মন্ডলের উদ্যোগে এক দলীয় কার্যলয় উদ্বোধনের আয়োজন করে। সেখনে উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিন বিজেপি জেলা সভাপতি তথা বিধায়ক পার্থ সারথি চ্যাটার্জি। এছাড়াও এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার নেতৃত্ব অপর্না নন্দী সহ জেলা এবং স্থানীয় একাধিক নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থক। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কর্মী ও স্থানীয় নেতৃত্বদের উদ্দেশ্যে পার্থ সারথি চ্যাটার্জি বলেন এখন থেকেই লোকসভা নির্বাচনের জন্য পোলিং ও কাউন্টিং এজেন্ট বেছে তাদের রাজনৈতিক ভাবে প্রশিক্ষন দিতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন বিগত বিধান সভা ও পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রশিক্ষণের কিছুটা অভাব ছিল। তবে এবার যাতে এ বিষয়ে কোন ঘাটতি না থাকে সে দিকটিতে বিশেষ নজর দিতে হবে। উল্লেখ্য, বিজেপির নবদ্বীপ বিধান সভা এলাকা পূর্বে নদীয়া উত্তর লোকসভা ক্ষেত্রের অন্তর্ভুক্ত ছিল। পঞ্চায়েত নির্বাচনের পর তা নদীয়া দক্ষিন লোকসভা ক্ষেত্রের অন্তর্ভুক্ত হয়। জেলা সভাপতির দায়িত্ব পাবার পর নবদ্বীপ শহরের বুকে এক নতুন দলীয় কার্যালয় উদ্বোধন হওয়া যে আগামী দিনে কর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেন জোগাবে তা বলাই বাহুল্য।

Related posts

Leave a Comment