শিলিগুড়ি, ২৭ জুলাই: এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের পূর্বধানতলা এলাকায়। মৃতের নাম অরুপ সাহা (৩০)। বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, পূর্বধানতলা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন অরুপ। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার পরিবার। তবে পারিবারিক অশান্তির জেরে গত কয়েকমাস ধরে পরিবার থেকে আলাদা থাকতেন অরুপ বাবু। পূর্বধানতলা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে একাকী থাকতেন তিনি। তবে তিনি কেন এমন ঘটনা ঘটালেন তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা।
এদিন বাড়ির পাশেই বাউন্ডারি ওয়ালে থাকা রডের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের এবং পুলিশেকে। পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউজলপাইগুড়ি থানার পুলিশ।