নিজস্ব প্রতিনিধি, ২৭ জুলাই: বেতন কাঠামো পরিবর্তন, সঠিক হারে পিএফ , পর্যাপ্ত সুরক্ষা সহ একাধিক দাবি নিয়ে NH 19 এর কর্মচারীরা আন্দোলন শুরু করে কাজ বন্ধ করে দিলো। প্রায় দুশো জন কর্মচারী এ দিন কর্ম বিরতির ডাক দিল। শ্রমিকদের সূত্রে জানা গিয়েছে, যতদিন তাদের দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত কাজ বন্ধ থাকবে। তাদের অভিযোগ, তাদের মেইন থেকে পিএফ হিসেবে পনেরশো টাকা কেটে নেওয়ার পরও একাউন্টে জমা হচ্ছে না সেই টাকা। কোন মাসে 480 টাকা কোন মাসে 576 টাকা আবার কোন কোন মাসে টাকায় জমা পড়ছে না তাদের একাউন্টে। সরকারি নিয়ম অনুযায়ী তাদের বেতন ৬১৬ টাকা হলেও হাতে মিলছে ৪০০ টাকা। ইএসআই কাটা হচ্ছে অথচ একাউন্টে কোন জমা হচ্ছে না সে টাকাও। আধঘন্টার পরিবর্তে তাদের দিয়ে ৯ ঘন্টা কাজ করানো হচ্ছে। দুর্গাপুজো অথবা ঈদের বোনাস মিলছে না, পরিবর্তে মিলছে হাজার টাকা অনুদান। সাপ্তাহিক ছুটি রবিবারে বা কোন সরকারি ছুটিতে কোন বেতন মিলছে না। সরকারী নিয়ম অনুযায়ী বেতন কাঠামো পরিবর্তন হয়, কিন্তু তাদের বেতন কাঠামোর কোন পরিবর্তন হচ্ছে না বলেই দাবি শ্রমিকদের। এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে কর্মচারীরা বাধ্য হয়ে আজ থেকে আন্দোলনে নামলেন। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলতে গেলে তারা কোন ব্যাপারেই আমাদের কাছে মুখ খোলেননি।
previous post