34 C
Kolkata
April 5, 2025
টিভি-ও-সিনেমা দেশ

একসঙ্গে দুটি ভারতীয় সিনেমা অস্কার জিতল

সংবাদ কলকাতা: সোমবার লস এঞ্জেলেসের ডলবি থিয়েটারে ২০২৩ সালের অস্কার পুরস্কার প্ৰদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একসঙ্গে দুটি ভারতীয় ছবি ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। ছবি দুটির নাম ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ও ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’। পাশাপাশি আরআরআর সিনেমার নাটু নাটু গানটি সেরা মৌলিক গানের সম্মান পেয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানান এই দুই ভারতীয় সিনেমা নির্মাতা সংস্থাকে। এমন কি তিনি ট্যুইটারে লেখেন, নাটু নাটু গানটি ‘ব্যতিক্রমী’। গানটি এতটাই জনপ্রিয় যে, আগামী প্রজন্মও গানটিকে মনে রাখবে। গানটির জনপ্রিয়তা বিশ্বব্যাপী। দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স নিয়ে মোদী টুইটারে লেখেন, এই সিনেমার পুরো দলকে সম্মানের জন্য অভিনন্দন জানাই। নরেন্দ্র মোদী লিখলেন, তাঁদের কাজ বিস্ময়করভাবে প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া জীবনযাপনের এবং উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য গড়ে তোলে।

উল্লেখ্য, ‘বেস্ট অরিজিন্যাল সং’-এর বিভাগে কোনও ভারতীয় ছবিতে এই প্রথম অস্কার এল। এই বিভাগে ‘স্লামডগ মিলিওনেয়ার’ থেকে ‘জয় হো’ গানটি ২০০৯ সালে অস্কার জিতেছিল। যা ‘সেরা মৌলিক গান’ বিভাগে অস্কার পেল। সেই হিসেবে এটি দ্বিতীয় ভারতীয় গান। এছাড়াও এই বিভাগের মনোনয়নগুলি ছিল -হোল্ড মি হ্যান্ড (টপ গান মেভেরিক), আপেলস টেল ইট লাইক এ ওমেন ), লিফট মি আপ (ব্ল্যাক পাথরের ওয়াকান্ডা ফরএভার), এবং দিস ইজ এ লাইফ।

অন্যদিকে ‘ডকু শর্টস’ বিভাগেও ভারতে এটা প্রথম অস্কার জয়। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ছবিটি ২০২২ সালের ডিসেম্বর মাসে নেটফ্লিক্সে মুক্তি পাই। এই ছবিটি তৈরী মুদুমালাই ন্যাশনাল পার্ককে কেন্দ্র করে। এই ছবিতে একটি আদিবাসি দম্পতি বোম্যান এবং বেলির গল্প নিয়ে তৈরি হয়েছে। যারা রঘু নামে একটি অনাথ হাতির বাচ্চার দেখভাল করে। প্রসঙ্গত উপস্থাপক হিসেবে এবারে অস্কারের মঞ্চে ছিলেন দীপিকা পাডুকোন।

Related posts

Leave a Comment