28 C
Kolkata
August 3, 2025
কলকাতা

একটানা ১০ বার ভোট যুদ্ধে অবতীর্ণ মদনমোহন মন্ডল

অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া , হাওড়া: গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া ২ নং ব্লকের অন্তর্গত তুলসীবেড়িয়া গ্ৰামের বাসিন্দা ৭৬ বছর বয়সী মদনমোহন মন্ডল। মৃদুভাষী, সদাহাস্যময় একজন প্রাক্তন শিক্ষক। তিনি এলাকায় অতি জনপ্রিয় এবং মানুষের সুখে-দুঃখে আশা-ভরসার মানুষ।

মদনমোহন মন্ডল ১৯৭৮ সালে প্রথমবার রাজনীতির ময়দানে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। সেবার তিনি জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির আসনে জয়ী হন। পঞ্চায়েত সমিতির সদস্য হয়ে তিনি গ্ৰামজুড়ে উন্নয়নমূলক কাজকর্ম করে গ্ৰামের চেহারার পরিবর্তন করেন। তিনি ১৯৭৮ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। ‌১৯৮৩ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দু’টি পর্বে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে দু’বারই তুলসীবেড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব পালন করছেন।

১৯৯৮ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তিনি তৃণমূল কংগ্রেসের একনিষ্ট সৈনিক ছিলেন। ২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে হাওড়া জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। জয়ী হয়ে মদনমোহন মন্ডল হাওড়া জেলা পরিষদের সহ উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মদনমোহন মন্ডল উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির ১৭ নং পার্ট থেকে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বলে তিনি জানান। তিনি এও বলেন, ” উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির আসনগুলিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়ে পঞ্চায়েত সমিতিতে ক্ষমতায় আসবে “।

Related posts

Leave a Comment