শিলিগুড়ি, ১০ আগস্ট: ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতে একক সংখ্যা গরিষ্ঠতায় বোর্ড গঠন করল বিজেপি। আশাপূরণ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল কর্মী সমর্থকরা। দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে ছিল ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েত। রাজ্য পঞ্চায়েত নির্বাচনে মানুষের রায়ে সেই বোর্ড দখল করে নেয় বিজেপি। আজ বহু অপেক্ষার পর হল বোর্ড গঠন। বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতায় বোর্ড গঠনের পর খুশির হাওয়া বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। এবছর পঞ্চায়েত নির্বাচনে ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতে ৩০টি আসনের মধ্যে ১৯টি আসনে জয়লাভ করে বিজেপি। অন্যদিকে ১১ টি আসন দখল করে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সকাল থেকে ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে ১৪৪ ধারা জারি করা হয়। পুলিশের তরফে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয় এলাকা। যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।
উল্লেখ্য, ডাবগ্রাম-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন মিতালি মালাকার। উপপ্রধান হয়েছেন সুপেন রায়। এদিন শপথ গ্রহণের পর উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা। গলায় ফুলের মালা পড়িয়ে এবং মিষ্টিমুখ করিয়ে প্রধান ও উপপ্রধানকে স্বাগত জানান কর্মী সমর্থকরা। পাশাপাশি আবির খেলায় মেতে ওঠেন তারা।
next post